হাজার ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনের জন্য প্রত্যেক হজযাত্রী এবার ১০০০ ডলার সঙ্গে নিয়ে যেতে পারবেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2018, 01:13 PM
Updated : 23 May 2018, 01:13 PM

বিমান, বাড়ি ভাড়াসহ অন্যান্য সব খরচের বাইরে এই অর্থ সঙ্গে করে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বিদেশি মুদ্রা লেনদেনে নিয়োজিত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ব্যতীত প্রত্যেক হজযাত্রী এক হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। এই মুদ্রা ছাড়করণের ক্ষেত্রে প্রচলিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।