তামাকে উচ্চ হারে করারোপের দাবি

আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে তামাক পণ্যে উচ্চহারে করারোপের দাবিতে মানববন্ধন করেছে তামাকবিরোধী কয়েকটি সংগঠন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 11:25 AM
Updated : 13 May 2018, 11:55 AM

রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জনস্বাস্থ্য সুরক্ষা ও টেকসই উন্নয়নে তামাক কর’ ব্যানারে মানববন্ধনে তামাকবিরোধী ১৪টি সংঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, সস্তা তামাকপণ্য তরুণ ও স্বল্প আয়ের মানুষকে ক্রমশ তামাক ব্যবহারে বিশেষভাবে আকৃষ্ট করছে। কার্যকর তামাক-কর তামাকপণ্যের সহজলভ্যতা হ্রাস করে, যা সরকার এবং জনগণ উভয়ের জন্যই লাভজনক।

মানববন্ধনে তামাকবিরোধী সংগঠনগুলোর মধ্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক মোকলেছুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর সৈয়দা অনন্যা রহমান, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমান, প্রত্যাশার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বক্তব্য দেন।

এছাড়া ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, এসিডি, ইপসা, নাটাব, টিসিআরসি, তাবিনাজ, বিসিসিপি, এইড ফাউন্ডেশন, ব্যুরো অব ইকোনোমিক রিসার্চ (বিইআর), প্রজ্ঞার প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেন।