ভারত, মিয়ানমার সীমান্তজুড়ে হবে নতুন সড়ক

দেশের পার্বত্য অঞ্চল ঘিরে থাকা ভারত ও মিয়ানমারের সঙ্গে ৫৪০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৩১৭ কিলোমিটার এলাকাজুড়ে সড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2018, 10:25 AM
Updated : 20 March 2018, 11:00 AM

এজন্য মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একহাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে “সীমান্ত সড়ক (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা) নির্মাণ প্রকল্প ১ম পর্যায়” শীর্ষক একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সর্বমোট ৯ হাজার ৬৮০ কোটি টাকা ব্যয়ে মোট ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

সভার পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “প্রধানত দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও অবৈধ ব্যবসা রোধ করার উদ্দেশ্যেই এ প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

“বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি, রাঙ্গামাটির জুরাইছড়ি, বড়কল ও রাজস্থলি খাগড়াছড়ির বাঘাইছড়ি এবং কক্সবাজারের উখিয়া উপজেলায় এসব নতুন রাস্তা নির্মাণ করা হবে।”

এ প্রকল্পের মধ্যে যেসব সড়ক থাকছে তা হলো-

>> উখিয়া-আশারতলী-ফুলতলী এলাকাজুড়ে ৪০ কিলোমিটার

>> সাজেক-শিলদাহ-বেতলিং এলাকাজুড়ে ৫২ কিলোমিটার

>> সাজেক-দোকানঘাট-থেগামুখ এলাকাজুড়ে ৯৫ কিলোমিটার

>> থেগামুখ-লৈতংপাড়া-থাচ্চি-দুমদুমিয়া-রাজস্থলি এলাকাজুড়ে ১৩০ কিলোমিটার

প্রকল্পটির কার্যপত্রে দেখা যায়, পার্বত্য জেলাগুলোর সীমান্ত বরাবর নিরাপত্তা বাহিনীর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মধ্য দিয়ে সীমান্তের দুই পাশের মাদক, অস্ত্র ও মানব পাচারসহ সার্বিক চোরাচালান রোধ করা এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়াতে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, সীমান্ত এলাকার জনসাধারণের কর্মসংস্থান সৃষ্টি, পার্বত্য এলাকার কৃষিজাত পণ্য অন্য এলাকায় বাজারজাতকরণের সুবিধার সঙ্গে পার্বত্য এলাকায় দেশি ও বিদেশি পর্যটকের যাতায়াত ব্যবস্থার উন্নয়নও প্রকল্পটির উদ্দেশ্য।

অন্য প্রকল্পগুলো হলো-

>> ৩ হাজার ৩৫২ কোটি টাকা ব্যয়ে পায়রা গভীর সমুদ্র বন্দরের কার্য়ক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো/সুবিধাদির উন্নয়ন

>> ৫৫৮ কোটি টাকা ব্যয়ে ঢাকা জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করণ

>> ৮০ কোটি টাকা ব্যয়ে ভবেরচর-গজারিয়া-মুন্সিগঞ্জ জেলা মহাসড়ক (জেড-১০৬৩) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ

>> ৫৪৭ কোটি টাকা ব্যয়ে সিলেট সিটি কর্পোরেশনের অবকাঠামো নির্মাণ

>> ২৫০ কোটি টাকা ব্যয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কার্য়ালয়ের ২০ তলা ভিতবিশিষ্ট ২টি বেজমেন্টসহ ১০ তলা (সংশোধিত ২০ তলা) প্রধান কার্যালয় নির্মাণ

>> ২১৯ কোটি টাকা ব্যয়ে নোয়াখালী সদরে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য আবাসিক ভবন নির্মাণ

>> ৯২ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ডাক অধিদপ্তরের সদর দপ্তর নির্মাণ

>> ৫২৩ কোটি টাকা ব্যয়ে ভোলার চরফ্যাশন উপজেলাধীন তেতুলিয়া নদীর ভাঙন থেকে বকসী লঞ্চঘাট-বাবুর হাট লঞ্চঘাট প্রতিরক্ষা ও ড্রেজিং এবং কুকরী-মুকরী দ্বীপ বন্যা নিয়ন্ত্রণ

>> ৪৩৩ কোটি টাকা ব্যয়ে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা জেলার লালমোহন উপজেলাধীন লর্ড হার্ডিঞ্জ ও ধলী গৌর নগর বাজার রক্ষা

>> ৮৯ কোটি টাকা ব্যয়ে নোয়াখালী জেলার হাতিয়া ও স্বর্ণচর উপজেলাধীন স্বর্ণদ্বীপ (জাহাজ চর) মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষাকল্পে নদী তীর সংরক্ষণ

>> ১১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বিএডিসির উদ্যান উন্নয়ন বিভাগের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে উদ্যান জাতীয় ফসল সরবরাহ ও পুষ্টি নিরাপত্তা উন্নয়ন

 >> ৪২০ কোটি টাকা ব্যয়ে এক্সপানসন অব ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল

>> ২৭৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন

>> ১১৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সরকারের জন্য নিরাপদ ই-মেইল ও লিটারেসি সেন্টার স্থাপন

>> ৯১৩ কোটি টাকা ব্যয়ে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট স্থাপন