সোনার দাম কমেছে

বিয়ের মৌসুম শেষে সব ধরনের সোনার দাম ভরিতে এক হাজার টাকার বেশি কমেছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 01:59 PM
Updated : 18 March 2018, 03:04 PM

সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে।

শীতের শুরু থেকে কয়েক মাসের মধ্যে সোনার দাম কয়েক দফায় বেড়ে ভরি ৫০ হাজার টাকার উপরে ওঠে। সর্বশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল গত ২৬ জানুয়ারি।

এখন সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) এক হাজার ২৮৩ টাকা কমে হচ্ছে ৫০ হাজার ৭৫২ টাকা। অন্যান্য মানের সোনার দামও প্রায় একই হারে কমেছে।

আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারেও দাম কমানো হয়েছে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দীলিপ কুমার আগারওয়াল জানিয়েছেন।

তিনি রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সোনার দাম কামানো হয়েছে। আগামী সোমবার থেকে নতুন এই দর কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি সবচেয়ে ভালো মানের সোনা (২২ ক্যারেট) ৫০ হাজার ৭৫২ টাকায় বিক্রি হবে। ২১ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৮ হাজার ৬৯৭ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪৩ হাজার ৬২৩ টাকা। সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ২৬ হাজার ৪১৯ টাকায়।

রোববার পর্যন্ত প্রতিভরি ২২ ক্যারেট সোনা ৫২ হাজার ২৫৫ টাকায় বিক্রি হয়। ২১ ক্যারেট সোনা বিক্রি হয় ৪৯ হাজার ৯২২ টাকায়। ১৮ ক্যারেটের সোনা বিক্রি হয় ৪৪ হাজার ৬৭৩ টাকায়। সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৭ হাজার ৪১০ টাকা।

এই হিসাবে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ২৮৩ টাকা। ২১ ক্যারেটে কমেছে এক হাজার ২২৫ টাকা। ১৮ ক্যারেটে কমেছে এক হাজার ৫০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে কমেছে ৯৫১ টাকা।

মান

২০ সেপ্টেম্বর নির্ধারিত দর

২৬ সেপ্টেম্বর নির্ধারিত দর

২৬ নভেম্বর নির্ধারিত দর

১২ ডিসেম্বর নির্ধারিত দর

২৫ ডিসেম্বর নির্ধারিত দর

১০ জানুয়ারি নির্ধারিত দর

২৬ জানুয়ারি নির্ধারিত দর

১৯ মার্চ

নির্ধারিত দর

২২

ক্যারেট

৪৮,৯৮৯ টাকা

৪৭,৮২২

টাকা

৪৯,২২২

টাকা

৪৭,৮২২

টাকা

৪৯,৩৩৯

টাকা

৫০,৭৩৮

টাকা

৫২,২৫৫

টাকা

৫০,৭৫২

টাকা

২১

ক্যারেট

৪৬,৭৭৩

টাকা

৪৫,৭২৩

টাকা

৪৭,০০৬

টাকা

৪৫,৭২৩

টাকা

৪৭,১২২

টাকা

৪৮,৪০৫

টাকা

৪৯,৯২২

টাকা

৪৮,৬৯৭

টাকা

১৮

ক্যারেট

৪১, ১১৬

টাকা

৪০,২৪১

টাকা

৪১,৪০৭

টাকা

৪০,৪৭৪

টাকা

৪১,৮৭৪

টাকা

৪৩,১৫৭

টাকা

৪৪,৬৭৩

টাকা

৪৩,৬২৩

টাকা

সনাতন পদ্ধতি

২৬,২৪৪

টাকা

২৫,৩৬৭

টাকা

২৫,৯৫২

টাকা

২৪,৭৮৬

টাকা

২৫,৬৬১

টাকা

২৬,৫৩৬

টাকা

২৭,৪১০

টাকা

২৬,৪১৯

টাকা