ব্যাংকের ঋণ মঞ্জুরিপত্র দিতে হবে বাংলায়

সর্বস্তরে বাংলা ভাষা চালুর নির্দেশনা বাস্তবায়নে এবার এগিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2018, 05:47 AM
Updated : 26 Feb 2018, 05:47 AM

ব্যাংকের ঋণ অনুমোদনপত্র (মঞ্জুরিপত্র) বাংলায় লিখতে একটি নির্দেশনা জারি করা হয়েছে, যা ১ জুলাই থেকে কার্যকর হবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ রোববার এই আদেশ দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীকে পাঠিয়েছে।

সেখানে বলা হয়, বাংলা ভাষা প্রচলন আইনের (১৯৮৭) উদ্দেশ্য পূরণে এবং গ্রাহকের স্বার্থে ঋণ মঞ্জুরিপত্রের শর্তগুলো বোধগম্য হওয়া বাঞ্ছনীয়।

“বাংলায় ঋণ অনুমোদনপত্র লেখা হলে তা গ্রাহকের জন্য সুবিধাজনক হওয়ার পাশাপাশি ব্যাংকিং কার্যক্রমেও স্বচ্ছতা বাড়বে।”

তবে বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাতেও অনুমোদনপত্র দিতে পারবে ব্যাংকগুলো।

বাংলা ভাষা প্রচলন আইনের ৩(১) ধারায় বাংলাদেশে সব সরকারি অফিস, আদালত, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব নথি ও চিঠিপত্র, আইন-আদালতের সওয়াল-জবাব এবং অন্যান্য আইনানুগ কার্যাবলি (কেবল বিদেশে যোগাযোগ ছাড়া) আবশ্যিকভাবে বাংলায় লেখার নির্দেশনা দেওয়া হয়েছে।