অর্থপাচার ঠেকাতে এনবিআরের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন রোধে তৎপরতা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সঙ্গে যৌথভাবে কাজ শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Feb 2018, 07:27 PM
Updated : 4 Feb 2018, 07:27 PM

রোববার রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ড ভবনে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এনবিআর থেকে জানানো হয়, সমঝোতা অনুযায়ী অর্থপাচার, সন্ত্রাসী কাজে অর্থায়ন ও অর্থ সংশ্লিষ্ট সব অবৈধ কর্মকাণ্ড দমনে পারস্পারিক তথ্য বিনিময়, আন্ত:সংস্থা সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ, কর্মকর্তা বিনিময়, অবকাঠামোগত উন্নয়নসহ সব ধরনের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন, “অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যকলাপ প্রতিরোধের জন্য এনবিআর বাংলাদেশ পুলিশ, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য আর্থিক ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে একযোগে কাজ শুরু করতে যাচ্ছে।”

গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটির প্রতিবেদন উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, “২০১৪-১৫ মেয়াদে বাংলাদেশ থেকে ৬১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে, যা বাংলাদেশের ২০১৬-১৭ অর্থবছরের জিডিপির প্রায় ২৫ শতাংশ।”

এই চুক্তিকে একটি ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ অভিহিত করে তিনি বলেন, “বাংলাদেশ থেকে অর্থপাচারের ক্ষেত্রে আমরা কোনো তথ্য পেলে বিএফআইইউকে জানাব, যাতে তারা সেসব কাজ বন্ধ করতে পারে, একইভাবে বিএফআইইউ আমাদের তথ্য জানাবে যাতে আমরা আমাদের দিক থেকে সেসব থামাতে পারি।”

সব ধরনের সরকারি আর্থিক ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময়সহ প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকলেও প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমঝোতা করা হলে অপরাধ সংশ্লিষ্ট তথ্য আদান-প্রদান আরও সহজতর হয় বলে মন্তব্য করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিএফআইইউয়ের প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।

তিনি বলেন, “বিএফআইইউয়ের মূল কাজ বিভিন্ন সন্দেহজনক লেনদেনের দিকে নজর রাখা, যেসব প্রতিবেদন আমরা পেয়ে থাকি তা যদি আইন প্রয়োগকারী সংস্থার হাতে দেওয়া হয় তাহলে তাদের তদন্ত করতে আরও শক্তিশালী করা সম্ভব হবে।”

বিএফআইইউ ও এনবিআর পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের সাথে একই সমঝোতা চুক্তি স্বাক্ষর করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।