সহযোগিতা বাড়াতে চায় ওপেক

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো অন্বেষণের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Jan 2018, 12:17 PM
Updated : 18 Jan 2018, 12:17 PM

ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সিইও সুলাইমান জাসির আল-হারবিশ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এই আগ্রহের কথা জানান।

গত ৩২ বছর ধরে ওপেকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা তুলে ধরে সেই সম্পর্ক আরও গাঢ় করতে আলোচনা করেন আল-হারবিশ।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে জ্বালানি ও জ্বালানি সমস্যা নিরসনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জানান।

“বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে নতুন বিষয় নিয়ে কাজ করতে ওপেকের আগ্রহের কথা বলেছেন আল-হারবিশ।”

বিশ্বের এক দশমিক তিন বিলিয়ন মানুষ এখনও বিদ্যুৎ থেকে বঞ্চিত উল্লেখ করে বিদ্যৎসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন আল-হারবিশ।

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন ওপেক কর্মকর্তা।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মিয়ানমার তাদের প্রত্যাবাসনে ইতোমধ্যে চুক্তি করেছে। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ সব সময় সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায়।

এই সাক্ষাৎকালে মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।