মোবাইল অ্যাপে ব্যাংক সেবার তথ্য

দেশের যেকোনো ব্যাংকের এটিএম বুথ-শাখার অবস্থান, সেবাসহ সার্বিক বিষয় জানাতে মোবাইল অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2017, 03:34 PM
Updated : 3 Dec 2017, 03:34 PM

কেন্দ্রীয় ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ও ইনোভেশন টিমের তৈরি অ্যাপটি অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রোববার কেন্দ্রীয় গভর্নর ফজলে কবির ‘Banking Information (ব্যাংকিং তথ্যকণিকা)’ নামের অ্যাপটির উদ্বোধন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাপে যেকোনো ব্যাংকের এটিএম বুথ ও শাখার অবস্থান এবং সেবার প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সেবা যেমন: প্রাইজবন্ডের ফলাফল, আসল ব্যাংকনোট চেনার উপায়, সঞ্চয়পত্রের ফরম, ইনভেস্টমেন্ট বন্ড, বৈদেশিক মুদ্রা বিনিময়/লেনদেন, পেমেন্ট সিস্টেম এবং ঋণ (সিআইবি) বিষয়ক, এজেন্ট ব্যাংকিং সংক্রান্ত তথ্যও এতে পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলের অনুষ্ঠানে নির্বাহী পরিচালক একেএম ফজলুল হক মিয়া সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান, সিস্টেমস ম্যানেজার দেবদুলাল রায় প্রমুখ।