কম্বাইন সাইকেলে রূপান্তর হচ্ছে কুমারগাঁও গ্যাস টারবাইন

সিলেটের কুমারগাঁওয়ে ১৫০ মেগাওয়াট গ্যাস টারবাইন পাওয়ার প্লান্টকে কম্বাইন সাইকেলে রূপান্তর করতে চীনা কোম্পানি সাংহাই ইলেট্রনিক গ্রুপের সঙ্গে চুক্তি করেছে পিডিবি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2017, 06:07 PM
Updated : 26 Nov 2017, 06:07 PM

রোববার বিদ্যুৎ ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। পিডিবির পক্ষে সংস্থার সচিব মিনা মাসুদ উজ্জামান এবং সাংহাই ইলেক্ট্রনিকের পক্ষে কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইয়াং ইং চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, ৭৯৬ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটি দুই বছরের (৫৪০ দিন) মধ্যে বাস্তবায়ন করা হবে। প্রকল্পে তিন কোটি টাকা দেবে সরকার। বাকি টাকা পিডিবির মেইনট্যানেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ড থেকে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কাউস বলেন, এই প্রকল্পের বিশেষত্ব হচ্ছে এতে নতুন করে কোনো জ্বালানির প্রয়োজন হবে না। গ্যাস সংকটের এই সময়ে এটি একটি ভালো খবর।

পিডিবির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যমান সিম্পল সাইকেলের জ্বালানি হিসাবে গ্যাস ব্যবহৃত হচ্ছে। এর গ্যাস বর্জ্যই কম্বাইন সাইকেলের জ্বালানি হিসাবে ব্যবহৃত হবে।

২০১৯ সালের জুনে প্রকল্পটি উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে।