এডিবির নতুন আবাসিক প্রতিনিধি মনমোহন

বাংলাদেশে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নতুন আবাসিক প্রতিনিধির দায়িত্ব পেয়েছেন মনমোহন প্রকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 04:04 PM
Updated : 17 Nov 2017, 06:55 PM

ভারতীয় নাগরিক প্রকাশ ১৫ নভেম্বর ম্যানিলায় এডিবির সদর দপ্তরে বাংলাদেশের প্রধান হিসেবে যোগ দিয়েছেন।

তিনি রোববার থেকে ঢাকায় অফিস করবেন।

মনমোহন জাপানি নাগরিক কাজুহিকো হিগুচির স্থলাভিষিক্ত হলেন। গত ৯ নভেম্বর হিগুচির মেয়াদ শেষ হয়।

নতুন আবাসিক প্রতিনিধি তিন বছর এই দায়িত্ব পালন করবেন মনমোহন।

বৃহস্পতিবার এডিবি ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনমোহন প্রকাশ বাংলাদেশে এডিবির অর্থায়নে পাঁচ বছরমেয়াদী (২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত) উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ করবেন।

এডিবি এই সময়ে বাংলাদেশকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার ঋণ-সহায়তা দেবে।

মনমোহনের দীর্ঘ ৩২ বছর উন্নয়ন অর্থায়নে কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

২০১১-১৫ মেয়াদে এডিবি বাংলাদেশকে ৪৫২ কোটি ১০ লাখ ডলার ঋণ-সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

বিবৃতিতে মনমোহন প্রকাশ বলেন, “ সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে সামাজিক-অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত কয়েক বছর ধরে দেশটি ধারাবাহিকভাবে ভালো প্রবৃদ্ধি অর্জন করছে। উন্নয়নের ক্ষেত্রেও ধারাবাহিকতা বজায় রেখেছে।

“আমি বাংলাদেশ সরকারের সহযোগিতায় এখানকার জনগণের জন্য কাজ করার জন্য মুখিয়ে আছি।”

৫০ বছর আগে ১৯৬৬ সালে আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে এডিবির যাত্রা শুরু হয়। এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।

স্বাধীন হওয়ার পর ১৯৭৩ সালে বাংলাদেশ এডিবির সদস্যপদ লাভ করে। এখন পর্যন্ত এডিবি বাংলাদেশকে ২০ বিলিয়ন ডলার ঋণ-সহায়তা ও অনুদান দিয়েছে।