মেলার পরিবেশ ‘কর অফিসেও রাখুন’

সপ্তাহব্যাপী আয়কর মেলায় সবাই যেভাবে হয়রানি ছাড়াই আয়কর কিংবা রিটার্ন জমা দিতে পেরেছেন, সেই পরিবেশ আঞ্চলিক কর কার্যালয়েও রাখতে পরামর্শ দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Nov 2017, 03:07 PM
Updated : 16 Nov 2017, 03:07 PM

বৃহস্পতিবার ঢাকার অফিসার্স ক্লাবে এনবিআর আয়োজিত আয়কর মেলা পরবর্তী মতবিনিময় সভায় এই পরামর্শ দেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মেলার অভিজ্ঞতা বিনিময় করতে গণমাধ্যমের সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নিয়ে এই সভার আয়োজন করে দেশের রাজস্ব আদায়ের দায়িত্বপ্রাপ্ত সংস্থাটি।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজনৈতিক সদিচ্ছা, করদাতাদের উৎসাহ এবং সহকর্মীদের একান্ত প্রচেষ্টায় কর আদায় একটা উৎসবে পরিণত হয়েছে।

রাজস্ববান্ধব প্রয়াস সফলে গণমাধ্যমের সহায়তা চেয়ে তিনি বলেন, “আমরা সব সময় সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। আপনাদের পরামর্শ আমাদের কাজকে সহজ করে।”

ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, চ্যানেল আইয়ের বার্তা সম্পাদক শাইখ সিরাজ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ কয়েকজন সম্পাদক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

ইকবাল সোবহান বলেন, “এবারের মেলায় অনেক লোক সমাগম হয়েছে। গণমাধ্যমে সেই চিত্র বার বার দেখা গেছে। মেলায় মানুষ আয়কর রিটার্ন দাখিল করতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করেন বিধায় সেখানে এত ভিড়। কর অফিসগুলোতেও যেন করমেলার মতো সহযোগিতার পরিবেশ বিরাজ করে, সেই উদ্যোগ নিতে হবে।”

এখন যে ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ দেওয়া হচ্ছে, তার প্রশংসা করেন তিনি।

শাইখ সিরাজ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়কর মেলা আয়োজনের পরামর্শ দেন।

মানবজমিন সম্পাদক মতিউর রহমান বলেন, “বাংলাদেশে ট্যাক্স আদায় এখনও শহরকেন্দ্রিক। গ্রামে অনেক সম্পদশালী মানুষ রয়েছে, যারা ট্যাক্সের আওতার বাইরে থাকেন। ভবিষ্যতে তাদেরকেও কীভাবে অন্তর্ভুক্ত করা যায়, সেই চিন্তা প্রয়োজন।”

এনবিআরের সদস্য আব্দুর রাজ্জাক বলেন, চলতি বছরে ১ নভেম্বর থেকে সপ্তাহব্যাপী আয়কর মেলায় সারাদেশে ২ হাজার ২১৭ কোটি ৩৩ লাখ ১৪ হাজার ২২১ টাকার কর আদায় হয়েছে; যা গত বছর ছিল দুই হাজার ১২৩ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা।