৫৭ কোটি ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশে স্বাস্থ্য, পুষ্টি ও জনসেবার উন্নয়ন এবং সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা আনতে গৃহীত দুটি প্রকল্পের জন্য ৫৭ কোটি ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2017, 06:26 PM
Updated : 29 July 2017, 06:26 PM

বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে দেওয়া এই ঋণে মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ হারে সুদ দিতে হবে। ছয় বছরের রেয়াতকালসহ ৩৮ বছরে তা পরিশোধ করা যাবে।

গত ২৮ জুলাই ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত বোর্ড সভায় বাংলাদেশের দুই প্রকল্পের জন্য এ ঋণ অনুমোদন হয়।

প্রকল্প দুটির মধ্যে ৫১ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে স্বাস্থ্য খাতের ‘হেলথ সেক্টর সাপোর্ট’ প্রকল্পে। আর বাকি ৫ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে ‘ডিজিটাল ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট’ প্রকল্পে।

স্বাস্থ্য খাতের প্রকল্পের আওতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা উন্নয়নে কাজ করা হবে।

অপর প্রকল্পের আওতায় সরকারি ক্রয় সংক্রান্ত সহ্রসাধিক সংস্থায় ইলেকট্রনিক প্রকিউরমেন্ট (ই-জিপি) চালু করা হবে। এর আগে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চারটি জায়গায় ই-জিপি চালুতে সহায়তা করেছিল বিশ্ব ব্যাংক।

এ বিষয়ে এক বিবৃতিতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফন বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ও গণখাতে ক্রয় কার্যক্রম জোরদারে বিশ্ব ব্যাংক সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাই এ ঋণ অনুমোদন দেওয়া হয়েছে।

“এসব প্রকল্পের বাস্তবায়ন বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সহায়তা করবে।”