দুই মাসের মধ্যে কমবে সঞ্চয়পত্রের সুদের হার
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2017 08:11 PM BdST Updated: 02 Jun 2017 09:16 PM BdST
ব্যাংক আমানতের সুদের হারের সঙ্গে ব্যবধান যৌক্তিক করতে দুই মাসের মধ্যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
মুহিত বলেন, “আগে সঞ্চয়পত্রের সুদের হার সময় নিয়ে নির্ধারণ করতাম, অনেক বছর করতাম না। এখন থেকে নিয়ম করেছি বছরে একবার (সঞ্চয়পত্রের) সুদের হার রিভিউ করব।এর কারণ হচ্ছে মার্কেট রেইটের সঙ্গে সুদের হারে খুব বেশি ব্যবধান রাখা ঠিক না।

“আগামী মাসে না হলে আগামী দুই মাসের মধ্যে সুদের হার রিভিউ করা হবে।”
বর্তমানে ব্যাংকগুলোতে আমানতের সুদের হার ৪ থেকে ৬ শতাংশের মধ্যে। অন্যদিকে বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সুদের হার ১১ থেকে ১২ শতাংশের মতো।
বিক্রির লাগাম টেনে ধরতে ২০১৫ সালের ১০ মে সব ধরনের সঞ্চয়পত্রের সুদের হার গড়ে ২ শতাংশ করে কমিয়েছিল সরকার। দুই বছর পর আরেক দফা কমানো হচ্ছে।
সম্প্রতি ব্যবসায়ীদের অর্থমন্ত্রী বলেছেন, “আমাদের এখানে সঞ্চয়পত্রের সুদের হার আসলেই বেশি। সাধারণত ব্যাংক আমানতের সুদের হারের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হার ১-২ শতাংশ বেশি হয়ে থাকে। বর্তমানে এই ব্যবধান ৪ শতাংশের বেশি।
-
সাড়ে ৬ মাসেই গত অর্থবছরের ৭৭% রেমিটেন্স
-
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী
-
সুবিধাবঞ্চিদের জন্য বিশ্বব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
-
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ
-
মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারের আরও দুই প্রণোদনা
-
এলপিজির দাম মাসে মাসে নির্ধারণের প্রস্তাব
-
ধানের উন্নত জাত উদ্ভাবনে জোর কৃষিমন্ত্রীর
-
আমদানির খরা কাটছে
-
মহামারীতে সরকারি ব্যয় কমেছে, সংসদে তথ্য
-
সাড়ে ৬ মাসেই গত অর্থবছরের ৭৭% রেমিটেন্স
-
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী
-
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন ডেপুটি গভর্নর আহমেদ জামাল
-
সুবিধাবঞ্চিতদের জন্য বিশ্ব ব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
-
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ
সর্বাধিক পঠিত
- তিনে টিকলেন না শান্ত
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- সৌম্যকে জানানো হয়েছে ‘৪-৫ মাস আগে’
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- বৃষ্টি নামবে, বাড়বে শীত
- ব্রিজবেন দুর্গ জয় করে ভারতের ইতিহাস
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- মাশরাফির আওয়াজ একটাই ‘বাংলাদেশ’
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প