জনশৃঙ্খলা ও নিরাপত্তায় বরাদ্দ বাজেটের ৫.৭ শতাংশ

জনশৃঙ্খলা ও নিরাপত্তায় নতুন অর্থবছরে মোট বাজেটের ৫.৭ শতাংশ বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2017, 12:25 PM
Updated : 1 June 2017, 12:35 PM

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী।

এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগের জন্য ২১ হাজার ১৪২ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়, যার মধ্যে জননিরাপত্তা বিভাগের বরাদ্দ ১৮ হাজার ২৭৬ কোটি টাকা আর সুরক্ষা সেবা বিভাগের ২ হাজার ৮৬৬ কোটি টাকা।

গত বছর এ দুই বিভাগের জন্য বরাদ্দ ছিল ১৯ হাজার ২৭৬ কোটি টাকা; তবে সংশোধিত বাজেটে ২৫৩ কোটি টাকা কম কমে বরাদ্দ দাঁড়ায় ১৯ হাজার ২৩ কোটি টাকা।

টাকার হিসাবে চলতি অর্থবছরের তুলনায় আসছে অর্থবছরে বরাদ্দ বাড়ছে ১ হাজার ৮৬৬ কোটি টাকা।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, “টেকসই উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হচ্ছে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ।

“আইন-শৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের ফলে জঙ্গিবাদ, সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সমূহের তৎপরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।”

তিনি বলেন, সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে আধুনিক অস্ত্র-শস্ত্র ও প্রযুক্তিনির্ভর সরঞ্জামাদি সংযোজন এবং প্রক্ষিণের ব্যবস্থাসহ প্রয়োজনের নিরিখে নতুন জনবল নিয়োগের ব্যবস্থা আমরা গ্রহণ করব।