‘পাটের ব্যাগ ব্যবহার না করলে ঋণ নয়’

নির্ধারিত পণ্য প্যাকেটজাতকরণে পাটের ব্যাগ ব্যবহার না করা ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে ব্যাংক ঋণ না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

নিজ্স্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2017, 05:50 PM
Updated : 15 May 2017, 06:06 PM

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ এর বিধি দ্বারা নির্ধারিত ধান, চাল, গম, ভূট্টা, সার, চিনির পাশাপাশি অন্যান্য পণ্য যথা মরিচ, হলুদ, পেয়াজ, আদা, ময়দা ও তুষ-খুদ-কুড়া উৎপাদনকারী ও সরবরাহকারী ব্যবসায়ী বা প্রতিষ্ঠানগুলোকে ঋণ বিতরণকালে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক করার শর্তারোপ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

এই নির্দেশনা উক্ত ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে লিখিতভাবে অবহিত করার জন্যও বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়, এ নির্দেশনা যথাযথভাবে পরিপালন নিশ্চিতকরণে ষান্মাষিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে তা পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এবং সংশ্লিষ্ট ব্যাংক পরিদর্শন বিভাগে দাখিল করতে হবে।