ভারতের সঙ্গে চীনকে ধরে লাভ বাংলাদেশেরই: গওহর রিজভী

ভারতের পাশাপাশি চীনের সঙ্গে ঘনিষ্ঠতা রক্ষাকে যারা দুই নৌকায় পা রাখার সঙ্গে তুলনা করেন, তাদের আশঙ্কা অমূলক বলে উড়িয়ে দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, এক্ষেত্রে লাভ বাংলাদেশেরই।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2017, 06:51 PM
Updated : 8 May 2017, 06:51 PM

চীনের ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ উদ্যোগ নিয়ে রোববার বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, “এই যে সম্পর্ক, তাতে আমরা সবাই উপকৃত হচ্ছি।”

বাংলাদেশের উন্নয়নে অর্থনৈতিক পরাশক্তি চীন এবং উদীয়মান শক্তি ভারত উভয়ের সঙ্গে সম্পর্ক রক্ষা গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

গওহর রিজভী বলেন, এই দুটি দেশকে প্রতিবেশী হিসেবে পাওয়া বাংলাদেশের সৌভাগ্য। তাদের সঙ্গে নিবিড় সম্পর্ক প্রতিষ্ঠা একটা বড় অর্জন।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি গতি বাড়াতে চীনের সঙ্গে সম্পর্কের গুরুত্বও তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ মাত্রায়।

গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের সময় দেশটির ‘ওয়ান বেল্ট-ওয়ান রোড’ উদ্যোগে সম্পৃক্ত হয় বাংলাদেশ।