গাইবান্ধায় সাঁওতালদেরকে মাঝে সোলার লাইট বিতরণে আইএফসি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে পানি নিরোধক সৌর বিদ্যুৎ চালিত লাইট বিতরণ করেছে বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 01:04 PM
Updated : 13 April 2017, 01:04 PM

আইএফসির ‘সেন্ড এ লাইট হোম’ উদ্যোগের আওতায় গোবিন্দগঞ্জের ৬০০ পরিবারকে এসব লাইট সরবরাহ করা হয় বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

এতে বলা হয়, উন্নত প্রযুক্তিতে তৈরি বহনযোগ্য ও পানি নিরোধক সোলার লাইট বিনা খরচে পাঁচ বছর চলবে, যাতে একটি পরিবারের বছরে কেরোসিন তেল বাবদ খরচের তিন থেকে সাড়ে তিন হাজার টাকা বাঁচবে।

‘সেন্ড এ লাইট হোম’ আইএফসির লাইটিং এশিয়া বাংলাদেশ প্রোগ্রামের একটি সামাজিক উদ্যোগ। সামাজিক দায়বদ্ধতা থেকে যে কেউ ‘সেন্ড এ লাইট হোম’ এর মাধ্যমে এরকম উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।