করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব বিসিআইর

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 05:07 PM
Updated : 9 March 2017, 12:13 PM

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাব দেওয়া হয়।

সর্বোচ্চ করহার কমানোর প্রস্তাব করেছে মেট্রোপলিটান চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

এনবিআরের প্রথম প্রাক বাজেট আলোচনায় বিসিআই ও এমসিসিআইয়ের সঙ্গে বসেন সংস্থার চেয়ারম্যান মো. নজিবুর রহমান ও কর্মকর্তারা।

ব্যবসায়ীদের দুটি সংগঠন আসন্ন বাজেট নিয়ে তাদের প্রস্তাব ও মতামত আলাদাভাবে তুলে ধরে।

বিসিআই সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, “আগামী অর্থবছর ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা বাড়ানো প্রয়োজন।”

তিনি ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা ২ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ, নারীদের জন্য ৩ লাখ টাকা থেকে ৩ লাখ ৭৫ হাজার, প্রতিবন্ধীদের ৩ লাখ ৭৫ হাজার থেকে ৪ লাখ ২৫ হাজার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ৪ লাখ ২৫ হাজার থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেন।

সর্বোচ্চ করহার ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব জানিয়ে এমসিসিআই সহ সভাপতি গোলাম মহিউদ্দিন বলেন, “সর্বোচ্চ করহার হ্রাস করা হলে ব্যক্তি সত্যিকার আয় প্রকাশে উৎসাহিত হবে। একইসঙ্গে করফাঁকি অনেকাংশে কমে যাবে।”