অর্থপাচার রোধে স্বতন্ত্র ইউনিট হচ্ছে এনবিআরে
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 11:29 PM BdST Updated: 02 Jun 2016 11:30 PM BdST
বিদেশে অর্থপাচার প্রতিরোধ করতে জাতীয় রাজস্ব বোর্ডে স্বতন্ত্র ইউনিট গঠনের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দেন তিনি।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “যথাযথ পরীক্ষা-নিরীক্ষার পর ট্রান্সফার প্রাইসিং, বিদেশি নাগরিকের কাছ থেকে কর আদায় এবং অর্থ পাচারের বিষয়টি বিবেচনার জন্য একটি স্বতন্ত্র ইউনিট জাতীয় রাজস্ব বোর্ডে সৃজন করা হবে।”
অর্থ পাচার রোধ করতে বাংলাদেশে প্রথমবারের মতো আইন প্রণয়ন হয় ২০০৯ সালে। ওই আইনে এই অপরাধ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর তফসিলভুক্ত।
দুদকের তৎপরতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা ২০ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা ফিরিয়ে আনা হয়।

অর্থমন্ত্রী বলেন, “বিদেশে অর্থ পাচার এখন নিয়মিত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রান্সফার প্রাইসিং এর অপব্যবহার বন্ধ করে আন্তঃসীমান্ত কর ফাঁকি রোধকল্পে ইতোমধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেল কাজ করছে।
“কিন্তু মনে হচ্ছে, বিষয়টিতে অধিকতর গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন,” বলে এনবিআরে স্বতন্ত্র ইউনিট গঠনের ঘোষণা দেন তিনি।
-
মহামারীতে সরকারি ব্যয় কমেছে, সংসদে তথ্য
-
উৎপাদিত পণ্যে বৈচিত্র্য আনার আহ্বান শিল্পমন্ত্রীর
-
সাড়ে ৬ মাসেই গত অর্থবছরের ৭৭% রেমিটেন্স
-
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী
-
সুবিধাবঞ্চিদের জন্য বিশ্বব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
-
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ
-
মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারের আরও দুই প্রণোদনা
-
এলপিজির দাম মাসে মাসে নির্ধারণের প্রস্তাব
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫
- করোনাভাইরাস: এক দিনে ৮ মৃত্যু, সাড়ে আট মাসে সবচেয়ে কম