পর্যটন খাত পাচ্ছে ১০০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 10:02 PM BdST Updated: 02 Jun 2016 10:02 PM BdST
-
ফাইল ছবি
প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে পর্যটন খাতের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন।
চলতি অর্থবছরে (২০১৫-১৬) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতে বরাদ্দ আগের অর্থবছরের চেয়ে প্রায় দ্বিগুণ বাড়িয়ে ৩৭২ কোটি টাকা বরাদ্ধের প্রস্তাব করা হয়েছিল।
আগের অর্থবছর এ বরাদ্দ ছিল ১৪৭ কোটি টাকা।
পর্যটন খাতে বরাদ্দের যৌক্তিকতার কথা তুলে ধরে মুহিত বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটনশিল্পের প্রচার ও বিপণন, স্থানীয় পর্যায়ে পর্যটনশিল্প সম্পর্কে সচেতনতা তৈরি ও পর্যটন স্পটগুলোর উন্নয়নে প্রকল্প গ্রহণের পরিকল্পনা রয়েছে।
“সেজন্য এই বাজেটে একশ’ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করছি।”
বক্তব্যে অর্থমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) উদ্যোগে কক্সবাজার পর্যটন ও বিনোদন ভিলেজ, আন্তর্জাতিকমানের ট্যুরিজম কমপ্লেক্স ও সিলেটে পাঁচ তারকা মানের হোটেলসহ অন্যান্য সুবিধা নির্মাণে উদ্যোগ গ্রহণ করার কথাও জানান।
সর্বাধিক পঠিত
- রিয়ালের শিরোপা স্বপ্নে গেতাফের জোর ধাক্কা
- আরও এক সপ্তাহ ‘কঠোর লকডাউনের’ সুপারিশ জাতীয় কমিটির
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- সুপার লিগে খেললেই নিষিদ্ধ ‘বার্সা-রিয়ালসহ ১১ ক্লাব’
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- বাউচারের সঙ্গে আলোচনার অপেক্ষায় ডি ভিলিয়ার্স
- দ্রুত মারা যাচ্ছেন কোভিড আক্রান্তরা: আইইডিসিআর
- মামুনুল হক সাতদিনের রিমান্ডে