ইসির বরাদ্দ কমেছে
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2016 07:58 PM BdST Updated: 02 Jun 2016 07:58 PM BdST
বাজেটে নির্বাচন কমিশনের জন্য এক হাজার ২৯০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত অর্থবছরের চেয়ে প্রায় ২০৯ কোটি টাকা কম।
Related Stories
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন।
প্রস্তাবিত বাজেটে নির্বাচন আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থার জন্য অনুন্নয়ন খাতে ৩৬২ কোটি ৮৯ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৯২৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
নতুন অর্থবছরে উন্নয়ন
খাতের বরাদ্দের অর্থ দিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ, ডেটাবেজ সংরক্ষণে সার্ভার স্টেশন
ভবন নির্মাণ, ইসি ভবন ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মাণ, উন্নত মানের
(স্মার্ট) জাতীয় পরিচয়পত্র বিতরণ, জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই অব্যাহত রাখা এবং নির্বাচনী
ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম করতে হবে।
এই সময়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনসহ মেয়াদোত্তীর্ণ পাঁচ শতাধিক ইউপিতে ভোট করার কথা রয়েছে ইসির। এছাড়া সংসদ ও স্থানীয় সরকারের কিছু উপ নির্বাচনও হবে এই অর্থবছরে।
গত অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির জন্য বরাদ্দ ছিল ১৪৯৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার টাকা। এই অর্থবছরেই তৃণমূলের সব থেকে বড় ইউনিয়ন পরিষদ ও পৌরসভার ভোট আয়োজন করে নির্বাচন কমিশন।
এর আগে ২০১৪-২০১৫ অর্থবছরে সংশোধিত বাজেটে ইসির বরাদ্দ ছিল ৮৪৯ কোটি ২৮ লাখ ৭৭ হাজাটার টাকা।
তার আগে দশম সংসদ নির্বাচনের বছরে ২০১৩-২০১৪ অর্থবছরে সংশোধিত বাজেটে ১ হাজার ৫৪৮ কোটি ৬১ লাখ টাকা এবং ২০১২-২০১৩ অর্থবছরে ৩৪৫ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ পায় ইসি।
-
মহামারীতে সরকারি ব্যয় কমেছে, সংসদে তথ্য
-
সাড়ে ৬ মাসেই গত অর্থবছরের ৭৭% রেমিটেন্স
-
দেশি মাছের উৎপাদন বাড়াতে চাই গবেষণায় নতুনত্ব: মন্ত্রী
-
সুবিধাবঞ্চিদের জন্য বিশ্বব্যাংকের আরও ৬৫ লাখ ডলার
-
রেমিটেন্সের টেকসই প্রবৃদ্ধির জন্য প্রণোদনা বাড়ানোর পরামর্শ
-
মহামারীর প্রভাব মোকাবেলায় সরকারের আরও দুই প্রণোদনা
-
এলপিজির দাম মাসে মাসে নির্ধারণের প্রস্তাব
-
ধানের উন্নত জাত উদ্ভাবনে জোর কৃষিমন্ত্রীর
সর্বাধিক পঠিত
- বোলারদের দাপটে জিতল বাংলাদেশ
- নিজের ফ্ল্যাট থেকে মডেল নাজের লাশ উদ্ধার
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- রুল খারিজ, ঢাকায় শুধু সবুজ রঙা সিএনজি অটোরিকশাই চলতে পারবে
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- ২ ম্যাচ নিষিদ্ধ মেসি
- যা করতে এসেছিলাম, করেছি: বিদায়ী ভাষণে ট্রাম্প
- নতুন চেহারার দ. আফ্রিকা টি-টোয়েন্টি দল
- বিশ্বকাপের পথে মূল মন্ত্র ‘বাংলাদেশি ব্র্যান্ড’
- বাংলাদেশ ১১১৫, ওয়েস্ট ইন্ডিজ ১০৫