মন্ত্রিসভার ‘বিশেষ বৈঠকে’ বাজেট অনুমোদন

সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট সংসদে উত্থাপনের আগে তা অনুমোদন করেছে মন্ত্রিসভা। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2016, 07:04 AM
Updated : 2 June 2016, 11:55 AM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় সংসদ ভবনের দ্বিতীয় তলায় কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ এই বৈঠক হয়।

প্রতিবছরই বাজেট পেশ করার আগে এখানেই মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক হয়। বৈঠকের পর মধ্যাহ্ন ভোজ করে অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে সংসদের অধিবেশন কক্ষে ঢোকেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার অনুমোদনের পর এই বাজেট প্রস্তাব রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য নেওয়া হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ তখন সংসদ ভবনের সপ্তম তলায় নিজের চেম্বারে বসে তাতে সই করেন।

.

সব আনুষ্ঠানিকতা শেষে বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এই মেয়াদের তৃতীয় বাজেটের আকার প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা হচ্ছে বলে আগেই জানিয়ে রেখেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতাসহ সব তথ্য কয়েকটি সরকারি ওয়েবসাইটের পাশাপাশি ইন্টারনেট সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে (www.bdnews24.com) পাওয়া যাবে।