পদ্মা সেতু নিয়ে আর ভাবছে না বিশ্ব ব্যাংক

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে ফিরে আসার খবর উড়িয়ে দিয়েছে বিশ্ব ব্যাংক।

ভারত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2015, 12:40 PM
Updated : 6 Oct 2015, 12:02 PM

ঋণদাতা এ সংস্থার দক্ষিণ এশিয়ার মুখপাত্র অ্যালেক্স ফারগুসন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অর্থায়নের প্রস্তাবটি বাংলাদেশই তুলে নিয়েছে।…

এক দক্ষিণ এশিয়ার (#OneSouthAsia) স্বপ্ন নিয়ে দিল্লিতে সোমবার শুরু হওয়া সাউথ এশিয়ান ইকোনমিক কনক্লেভের (#saec15) ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা হয় ফারগুসনের।

বিশ্ব ব্যাংক থেকে মুখ ফিরিয়ে প্রায় তিনশ কোটি ডলারের এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকারের এগিয়ে যাওয়ার কথাও বলেন ফারগুসন।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা ছিল বিশ্ব ব্যাংকের। তবে দুর্নীতির অভিযোগ নিয়ে দীর্ঘ টানাপড়েনের এক পর্যায়ে বিশ্ব ব্যাংককে ‘না’ করে দেয় বাংলাদেশ সরকার।