চট্টগ্রামে নকল পাঠ্যবই উদ্ধার, আটক ২

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার একটি বইয়ের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল পাঠ্যবই উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2013, 07:29 AM
Updated : 22 April 2013, 08:31 AM

এসময় বইপাড়ার ওই দোকানের দুই ব্যবস্থাপককেও আটক করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ‘ইউনাইটেড লাইব্রেরির’ গুদাম থেকে ওই বইগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তারেক আহম্মদ।

এ সময় আটক করা হয় গুদামের ব্যবস্থাপক রাশেদ চৌধুরী ও সংশ্লিষ্ট বইয়ের দোকানের ব্যবস্থাপক আবুল কালামকে।

পুলিশ কর্মকর্তা তারেক আহম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মনির হোসেনের মালিকানাধীন ‘ইউনাইটেড লাইব্রেরি’ ও এর গুদামে অভিযান চালিয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণির তিন হাজার ৮৮০টি নকল বই উদ্ধার করা হয়।

তিনি বলেন, বইগুলোর কভারে পাঠ্যপুস্তক বোর্ডের নাম লেখা থাকলেও এগুলো নিজস্ব ব্যবস্থাপনায় ছাপিয়ে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।

পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণ বাধ্যতামূলক এবং এগুলোর পুনর্মুদ্রণ ও বিক্রি শাস্তিযোগ্য অপরাধ বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরও বলেন, এ ঘটনায় কপিরাইট আইনে মামলা হচ্ছে। ‘ইউনাইটেড লাইব্রেরি’র মালিককে ধরতে অভিযান চলছে।