চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেছেন হয়রানির শিকার শিক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 July 2022, 02:48 PM
Updated : 20 July 2022, 03:38 PM

মঙ্গলবার রাতে হাটহাজারী মডেল থানায় কয়েকজন অজ্ঞাত আসামির বিরুদ্ধে তিনি মামলা করেন বলে জানান হাটহাজারী থানার এএসআই হুমায়ুন কবির।

এএসআই হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক শিক্ষার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও যৌন নিপীড়ন করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

রোববার রাত সাড়ে ৯টার দিকে হলে ফেরার সময় ক্যাম্পাসের হতাশার মোড় এলাকায় আক্রান্ত হন ওই ছাত্রী ও তার এক বন্ধু।

ওই শিক্ষার্থীর অভিযোগ, ৫ জন অজ্ঞাতনামা যুবক জোর করে তাদের দুজনকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যায়। সেখানে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

ওই পাঁচ যুবক মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে মারধর করে বলেও অভিযোগে বলা হয়েছে।

এই অভিযোগ তদন্তে প্রক্টরের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফন্ট, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা কর্মীরা।