এ বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে ১ লাখ ৪৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন; প্রতি আসনের জন্য লড়বেন ২৯ জন।
কামরুল উপজেলার পৌরসভা এলাকার বায়তুন নূর মোহাম্মদীয়া তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “মাদ্রাসার নাজেরা বিভাগের ১০ বছর বয়েসী এক শিক্ষার্থীকে কামরুল গত ২৪ ও ৩০ জুন দুই দফায় যৌন হয়রানি করেছে বলে অভিযোগ করেছে তার অভিভাবক।
“ওই শিক্ষার্থী বিষয়টি তার বাসায় জানানোর পর, তার বাবা থানায় অভিযোগ করেন। তখন কামরুল পালিয়ে যায়।”
সোমবার সকালে ‘গোপন সংবাদের ভিত্তিতে’ বিবিরহাট এলাকা থেকে কামরুলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি মাসুদ।