চট্টগ্রামে কালোবাজারে ট্রেনের টিকেট, গ্রেপ্তার ২

চট্টগ্রামে ঈদের ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2022, 08:05 AM
Updated : 4 July 2022, 08:05 AM

রোববার রাতে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান।

গ্রেপ্তার দুজন হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য রবিউল হোসেন ও ইমরান হোসেন।

মেজর মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালোবাজারে টিকেট বিক্রি হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে ক্রেতা সেজে আমরা স্টেশনে যাই। সেখানে টিকেটের কথা বলায় একদিকে ডেকে নিয়ে যায় দুই আরএনবি সদস্য। তারা অতিরিক্ত দামে টিকেট বিক্রি করছিলেন।”

আটকের পর রবিউল ও ইমরানের কাছে ‘সোনার বাংলা এক্সপ্রেসের’ নয়টি টিকিট পাওয়া যায় বলে জানান ওই র‍্যাব কর্মকর্তা।

গ্রেপ্তার দুই আরএনবি সদস্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা বলেছে র‌্যাব। তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।

গত ১ জুলাই থেকে কোরবানির ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত চলবে।