চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন

বন্যা কবলিত শিক্ষার্থীদের ‘দুর্ভোগ’ বিবেচনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় আবেদনের সময় পাঁচদিন বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2022, 03:06 PM
Updated : 3 July 2022, 03:06 PM

ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা ছিল রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। বন্যা কবলিত শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে পরীক্ষা কমিটি ভর্তির আবেদনের সময় পাঁচদিন বাড়িয়েছে।

“ফলে ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদন ফি জমা দিতে পারবেন ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত।”

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানান, রোববার পর্যন্ত এ ইউনিটে আবেদন করেছেন ৫০ হাজার ২৯৪ শিক্ষার্থী, বি ইউনিটে ৩৪ হাজার ৪১, সি ইউনিটে ৯ হাজার ৯৩৬, ডি ইউনিটে ৩৬ হাজার ৪৫৫, বি-১ উপ ইউনিটে ২ হাজার ৭৯৩, ডি-১ উপ ইউনিটে ৩ হাজার ৭৫ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।