পরিষদের সাধারণ সম্পাদক বলছেন, ইজারা নবায়নে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তারা জবাব পাননি।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি এ জেলায় দুই কোভিড রোগীর মৃত্যু হয়েছিল।
সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ভাইরাসে আক্রান্ত একজন বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চট্টগ্রামে গত সাড়ে চারমাসের মধ্যে প্রথম কেউ আক্রান্ত হয়ে মারা গেলেন।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি পরীক্ষাগারে ৪৪৫ জনের নমুনা পরীক্ষা করে যে ৫২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ৪৪ জন নগরের এবং বাকি আটজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের দিন বৃহস্পতিবার ৫১১ জনের নমুনা পরীক্ষায় রোগী মিলেছিল ৭০ জন।
মহামারীর পুরো সময়ে সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় এক লাখ ২৭ হাজার ২৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে মারা গেছেন ১৩৬৩ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরআর