২০০৫ সালে দেশজুড়ে সিরিজ বোমা হামলার বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে চট্টগ্রাম আওয়ামী লীগ ও তাদের সমমনা সংগঠন।
শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছাত্রজীবনে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও সক্রিয় নেতৃত্বে ছিলেন সাইমুল।
এক এগারোর সময়ে কারাবরণ করা সাইমুল দীর্ঘদিন ধরে নগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। বর্তমান কমিটিতে তিনি আইন বিষয়ক সম্পাদক পদে আছেন।
গত ১৬ জুন চট্টগ্রামের জেলা পিপি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়।