‘উইমেন অফ দ্য ওয়ার্ল্ড ফেস্টিভাল’ চট্টগ্রামে

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড (ওয়াও) বাংলাদেশ ফেস্টিভাল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2022, 04:10 PM
Updated : 30 June 2022, 04:10 PM

বৃহস্পতিবার এই উৎসবের উদ্বোধন করেন শিক্ষাবিদ আনোয়ারা আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর টম মিসোসিয়া।

তিন হাজারেরও বেশি দর্শক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব উপভোগ করেন। তাদের বেশিরভাগই ছিলেন নারী।

এতে প্যানেল আলোচনা, কর্মশালা, স্পিড মেন্টরিং, বাইটস, মার্কেটপ্লেস ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন নৃত্য ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল।

বৃহস্পতিবার উৎসবের আয়োজন শেষ হয় ক্লোজআপ ওয়ান তারকা নিশিতা বড়ুয়ার গানের মধ্য দিয়ে।

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় এই উৎসব আয়োজন করে সেন্টার ফর কমিউনেকশন এন্ড ডেভেলপমেন্ট- সিসিডি বাংলাদেশ ও মঙ্গলদীপ ফাউন্ডেশন।

সারাবিশ্বে নারী ও কিশোরীদের অর্জন ও প্রতিবন্ধকতা বিষয়ে নজর দিয়ে ২০১০ সাল থেকে উইমেন অফ দ্য ওয়ার্ল্ড ফেস্টিভাল আয়োজন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে।