চট্টগ্রামে কোভিড শনাক্ত বাড়ছেই

চট্টগ্রাম জেলায় আগের ২৪ ঘণ্টায় ৬৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, শতকরা হিসেবে যা ১৩ দশমিক ৫৮ শতাংশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2022, 03:23 PM
Updated : 28 June 2022, 03:23 PM

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রতিবেদন থেকে শনাক্তের এ তথ্য পাওয়া গেছে।

এর আগে সোমবারের প্রতিবেদনে শনাক্তের হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ (৬৬জন)। আর রোববারের প্রতিবেদনে চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৯৪ শতাংশ (৩৩ জন)।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুসারে, গত দুদিন ধরে জেলায় কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা পঞ্চাশের বেশি থাকছে।

মঙ্গলবারের প্রতিবেদনে জানা যায়, আগের ২৪ ঘণ্টায় জেলায় ৪৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তদের মধ্যে ৬১ জন নগরীর বাসিন্দা। বাকি ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

গত আটদিনে শনাক্তদের মধ্যে কেবল ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা, বাকিরা সবাই নগরীর বাসিন্দা।

মার্চের শেষ সপ্তাহে বন্দরনগরী চট্টগ্রামে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা শূন্যের ঘরে নেমে এসেছিল। পরের দুই মাস জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

৩০ মে থেকে দুয়েকজন করে নতুন রোগী শনাক্ত হতে শুরু করে। এরপর ১৩ জুন থেকে নিয়মিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৭৮ জনের কোভিড ধরা পড়েছে চট্টগ্রাম জেলায়। তাদের ৯২ হাজার ৫১০ জনই নগরীর বাসিন্দা।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১৩৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের ৭৩৪ জন নগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।