চট্টগ্রামে জাহাজে বিদ্যুতায়িত হয়ে ইঞ্জিনমিস্ত্রীর মৃত্যু

চট্টগ্রামের বাংলা বাজার ঘাটে জাহাজের ইঞ্জিনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে একজন মিস্ত্রী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2022, 01:01 PM
Updated : 27 June 2022, 01:01 PM

ইনি হলেন- ইমাম হোসেন (২৮) বিভিন্ন জাহাজে ইঞ্জিনমিস্ত্রির কাজ করতেন। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রহমতপুর এলাকার ইউনুস ভাণ্ডারির ছেলে।

সোমবার বেলা ১২টার দিকে সদরঘাট থানা এলাকার বারিক বিল্ডিং বাংলা বাজার জাহাজ ঘাটে ‘ওটি পলিকন পার্লস’ নামে ছোট একটি জাহাজে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন বলে জানায় পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, “জাহাজের ইঞ্জিনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমাম। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”

হাসপাতালে নেওয়া হলে বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।