চট্টগ্রামের সিভিল সার্জন সপরিবারে কোভিডে আক্রান্ত

চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা; জেলার সিভিল সার্জন এবং তার পরিবারের সদস্যরাও সংক্রমিত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2022, 04:14 PM
Updated : 24 June 2022, 04:14 PM

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে জেলায় আরও ৪০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৬৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, গত এক দিনে শনাক্ত রোগীদের ৩৭ জন মহানগরী এলাকার এবং বাকি তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

আগেরদিন ৭৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের মধ্যে সংক্রমণ মিলেছিল। বুধবার ৫০৩ জনের নমুনা পরীক্ষায় ১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল।  

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরীও সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সুজন বড়ুযা জানান, সিভিল সার্জন, তার স্ত্রী ও দুই সন্তান বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।