বাংলাদেশ নাম মেনে নিতে পারেনি প্রতিপক্ষ: নাছির
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Jun 2022 10:22 PM BdST Updated: 23 Jun 2022 10:22 PM BdST
আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ বপন হয় বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
আ জ ম নাছির উদ্দীন বলেন, “অবৈজ্ঞানিক ও অবাস্তব দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানের প্রতি বাঙালি মোহ ভঙ্গের সাথে সাথে আওয়ামী লীগ প্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীন বাঙালি জাতিসত্তার বীজ বপন হয়।
“১৯৭১ এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সেই বীজ থেকেই বাংলাদেশ নামক বিশাল মহিরোহের উত্থান হয়। এই উত্থানের প্রতিপক্ষ অপশক্তি কখনো বাংলাদেশ নাম রাষ্ট্র হিসেবে মেনে নিতে পারেনি। তাদের পাকিস্তানি প্রেতাত্মারা ইতিহাস বিকৃতির মাধ্যমে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে বিভ্রান্তির চোরাবালিতে ডুবিয়েছে।”
সমাবেশে সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আওয়ামী লীগের প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের মানুষের সার্বিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আজ পর্যন্ত বাঙালি জাতিসত্তার মহতি অর্জন আওয়ামী লীগের মাধ্যমে অর্জিত হয়েছে। তাই আওয়ামী লীগ মানেই জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন।
“একটি অপশক্তি বেশি অরাজকতা ও নাশকতার মহড়া দিচ্ছে। জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এদের জন্ম ক্যান্টনমেন্টে। তাই এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই অপশক্তিকে প্রতিহত করা দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব।”
নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “পদ্মা সেতু আত্ম মর্যাদা ও গৌরবের প্রতীক। বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী নেত্রী হিসেবে তিনি বিশ্বনন্দিত এবং তিনি প্রমাণ করেছেন কোনো কিছুই অসম্ভব নয়।”
নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাছান মাহমুদ হাসনীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ ও শফিক আদনান, সম্পাদকমন্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ সমশের, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর।
-
মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
-
বাকি ২১ খাল উদ্ধারে প্রকল্প চান চট্টগ্রামের মেয়র
-
৮০% ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটির বাজেট ঘোষণা
-
কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল
-
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’