চট্টগ্রামে হাতির দাঁতসহ দুজন ধরা

চট্টগ্রাম নগরীর একটি ভবনে তল্লাশি চালিয়ে হাতির দাঁতসহ দুইজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2022, 12:57 PM
Updated : 23 June 2022, 12:57 PM

চান্দগাঁও এলাকায় গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার ও হাতির দাঁত উদ্ধারের করা হয় বলে বৃহস্পতিবার র‌্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জাহাঙ্গীর আলম (৪৫) ও শহিদুল আলম (৪০)। তাদের মধ্যে জাহাঙ্গীরের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি ও শহিদুলের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

অভিযানের নেতৃত্বে থাকা র‌্যাব-৭ হাটাহাজারী ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি ভবনে হাতির দাঁত নিয়ে কিছু লোক অবস্থান করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

বাসায় অভিযান করে দুইজনকে জিজ্ঞাসাবাদ করে জাহাঙ্গীরের হেফাজত থেকে দাঁতটি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

র‌্যাব কর্মকর্তা মাহফুজের দাবি, গ্রেপ্তার দুইজন হাতির দাঁত কেনাবেচা চক্রের সদস্য। তারা বিভিন্ন পাহাড়ি এলাকায় হাতি হত্যা করে অন্যদের সহায়তায় দাঁত সংগ্রহ করে বিক্রি করে থাকেন।

উদ্ধার করা দাঁতের ওজন তিন কেজি ৪০০ গ্রাম উল্লেখ করে র‌্যাব কর্মকর্তা মাহফুজুর জানান, উদ্ধার করা দাঁতের অংশটি মুখের ভেতরের। একে বলা হয় ‘মোলার টিথ’।