রাউজানে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের রাউজানে মাছ ধরতে বিলে গিয়ে নিখোঁজ এক ব্যক্তির লাশ পাওয়া গেছে স্থানীয় একটি পুকুরে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2022, 07:25 AM
Updated : 22 June 2022, 07:25 AM

পুলিশ বলছে, বিল থেকে পুকুরের দূরত্ব খুব বেশি নয়। বর্ষায় পানি বেড়ে বিল আর পুকুর একাকার হয়ে গেছে।

ইয়াকুব আলী নামের ওই ব্যক্তির বাড়ি রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ছিটিয়াপাড়ায়। বাড়ির কাছে ওই পুকুর থেকে বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে রাউজান থানার এসআই সাব্বির আহম্মেদ জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয় লোকজন ইয়াকুবকে পল্লী চিকিৎসক হিসেবে চেনে। সকালে পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়।

পরিবারের সদস্যরা পুলিশকে বলেছেন, সোমবার বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন ইয়াকুব। ছিটিয়াপাড়া এলাকার বেলুরিয়া খালের পাশে একটি বিলে মাছ ধরার জন্য তিনি জাল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন।

পরিবারের কথায় তার খোঁজে মঙ্গলবার ওই বিলে তল্লাশি চালানো হয় বলে রাউজান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মঙ্গলবার সকাল থেকে স্থানীয় লোকজন ইয়াকুব আলীর সন্ধানে বিলে তল্লাশি চালিয়েছে। পাশাপাশি আমাদের খবর দেওয়ার পর আমরাও এসে তল্লাশি চালাই। পরে রাঙামাটি ফায়ার স্টেশন থেকে ডুবুরি এনে খালেও তল্লাশি করা হয়। কিন্তু তখন কোথাও তাকে পাওয়া যায়নি।” 

এসআই সাব্বির আহম্মেদ বলেন, “গত কয়েক দিনের বৃষ্টিতে পানি বেড়ে আশপাশের খাল, বিল আর পুকুর সব একাকার হয়ে গেছে। হয়ত বিল থেকেই লাশ ভেসে পুকুরে এসেছে।”