সুদীপ্ত হত্যা: চতুর্থবার পিছিয়ে অভিযোগ গঠনের নতুন তারিখ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2022 05:25 PM BdST Updated: 20 Jun 2022 05:25 PM BdST
-
সুদীপ্ত বিশ্বাস
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি পেছাল চতুর্থবারের মত।
সোমবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে মামলাটির অভিযোগ গঠনের শুনানির তারিখ ছিল। কিন্তু আসামিপক্ষের কয়েকজনের মামলা থেকে অব্যাহতির আবেদন এবং সময় প্রার্থনা করায় এদিন অভিযোগ গঠন হয়নি।
বিচারক আমিরুল ইসলাম আগামী ২০ জুন অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছেন বাদীর আইনজীবী শৈবাল দাশ জানান।
এ মামলায় আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হতে গত ছয় মাসে দফায় দফায় নতুন তারিখ পড়ায় হতাশা প্রকাশ করেছে সুদীপ্তের পরিবার।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের মধ্যে কয়েকজন সময় প্রার্থনা করেছেন। এছাড়া কয়েকজন মামলা থেকে অব্যাহতি চেয়েও আবেদন করেছেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেছেন।”
এর আগেও গত ২৬ এপ্রিল কারাগার থেকে এক আসামিকে আদালতে হাজির না করানর কারণে অভিযোগ গঠন পিছিয়ে যায়। তার আগে বিচারক ছুটিতে থাকায় এবং আসামির সময় আবেদনের কারণে মার্চ ও জানুয়ারি মাসে অভিযোগ গঠনের শুনানি দুবার পিছিয়েছে।
২০১৭ সালের ৬ অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে।
পরে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
অভিযোগপত্রে নগরীর সাবেক ছাত্রলীগ নেতা মাছুমকে হামলার ‘নির্দেশদাতা’ ও আইনুল কাদের নিপুকে ‘নেতৃত্বদানকারী’ হিসেবে বর্ণনা করা হয়।
আসামিদের মধ্যে ১৮ জন গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মধ্যে চারজন আদালতে জবানবন্দিও দিয়েছিলেন। পরে তাদের মধ্যে ১৭ জন জামিন পান।
পুরনো খবর:
সুদীপ্ত হত্যা: তৃতীয়বারের মত পেছাল অভিযোগ গঠন
বিচার কবে পাব, আর্তি সুদীপ্তের বাবার
সুদীপ্ত হত্যার অভিযোগপত্র গ্রহণ
সুদীপ্ত হত্যা: অভিযোগপত্রে আসামি ২৪, ‘নির্দেশদাতা’ আ. লীগ নেতা মাসুম
সুদীপ্ত হত্যার বিচার নিয়ে সন্দিহান বাবা
ফেইসবুক পোস্ট নিয়েই সুদীপ্ত খুন, সন্দেহ ঘনিষ্ঠদের
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ‘ঘর থেকে ডেকে নিয়ে পিটিয়ে’ হত্যা
-
মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
-
বাকি ২১ খাল উদ্ধারে প্রকল্প চান চট্টগ্রামের মেয়র
-
৮০% ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটির বাজেট ঘোষণা
-
কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল
-
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল