কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্তের হার ১১%

চট্টগ্রাম জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্ত কোভিড রোগীর হার আবার ১১ শতাংশ ছাড়িয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2022, 08:12 AM
Updated : 20 June 2022, 08:12 AM

জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৫৬ শতাংশ, যা আগের দিন ৩ দশমিক ৬৯ শতাংশ ছিল।

সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, নতুন রোগীদের ৩০ জনই নগরীর বাসিন্দা।আর ১ জন নগরী সংলগ্ন কর্ণফুলী উপজেলায় থাকেন। 

মার্চের শেষ সপ্তাহে বন্দরনগরী চট্টগ্রামে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা শূন্যের ঘরে নেমে এসেছিল। পরের দুই মাস জেলায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

৩০ মে থেকে দুয়েকজন করে নতুন রোগী শনাক্ত হতে শুরু করে। এরপর ১৩ জুন থেকে নিয়মিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৭৭০ জনের কোভিড ধরা পড়েছে চট্টগ্রাম জেলায়। তাদের ৯২ হাজার ২২৬ জনই নগরীর বাসিন্দা।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় ১৩৬২ জনের মৃত্যু হয়েছে। তাদের ৭৩৪ জন নগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।

আরও পড়ুন: