পরিষদের সাধারণ সম্পাদক বলছেন, ইজারা নবায়নে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়ে তারা জবাব পাননি।
রোববার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নগরীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৫৪ দশমিক ৫ মিলিমিটার।
মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মেঘনাদ তঞ্চঙ্গ্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।”
এছাড়া চট্টগ্রামের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানান তিনি।
রোববার দিনভর বৃষ্টিতে নগরীর মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, হালিশহর, ষোলশহর দুই নম্বর গেইটসহ বেশকিছু এলাকা জলমগ্ন হয়েছে।
এছাড়া নগরীর আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নিচতলায় পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে চিকিৎসা সেবাও ব্যাহত হয়েছে।
টানা বৃষ্টিতে শুক্রবার গভীর রাতে নগরীর আকবর শাহ এলাকায় দুটি পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত হয়।