কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের মামলায় গ্রেপ্তার ১
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Jun 2022 02:22 AM BdST Updated: 19 Jun 2022 02:22 AM BdST
-
নিহত রমজান আলী, তিনি ছিলেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।
চট্টগ্রামে 'নির্বাচনী বিরোধে' স্বেচ্ছাসেবক লীগ নেতা রমজান আলীকে হত্যার ঘটনার ‘প্রধান সন্দেহভাজনকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঢাকার উত্তরা থেকে শহীদুল ইসলাম নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কর্ণফুলী জোন) অতনু চক্রবর্ত্তী জানান।
গ্রেপ্তার শহীদুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ৭ নম্বর ইছানগর ওয়ার্ডে।
পুলিশ কর্মকর্তা অতনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদুলের ছুরিকাঘাতেই খুন হয়েছিলেন রমজান। হত্যাকাণ্ডের পর শহীদুল পালিয়ে ঢাকা চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানা পুলিশের একটি দল ঢাকার উত্তরা থেকে তাকে ধরেছে।”
শহীদুলকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে জানিয়ে সহকারী কমিশনার অতনু বলেন, “তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। রোববার দুপুরে দামপাড়া সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”
কর্ণফুলীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে গত বুধবার ভোট হয়। পরদিন ৭ নম্বর ইছানগর ওয়ার্ডে খুন হন রমজান আলী (৩৫)। তিনি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক।
নির্বাচনের বিরোধের জেরে বৃহস্পতিবার রাতে রমজানকে ছুরি মেরে হত্যা করা হয় বলে সেদিন জানিয়েছিলেন কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছিলেন, “রমজানের পক্ষের লোকজনের দাবি, তিনি নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে একজনের পক্ষে কাজ করেছিলেন, তিনি নির্বাচনে পরাজিত হয়েছেন। জয়ী প্রার্থীর সমর্থকরা রমজানকে ছুরিকাঘাত করেছে বলে তার পক্ষের লোকজন অভিযোগ করেছে।”
ওই হত্যাকাণ্ডের পর সাতজনকে আসামি করে মামলা করে রমজানের পরিবার।
-
মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
-
বাকি ২১ খাল উদ্ধারে প্রকল্প চান চট্টগ্রামের মেয়র
-
৮০% ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটির বাজেট ঘোষণা
-
কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল
-
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘মাদারীপুর এত কাছে!’
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’