বৃষ্টিতে পাহাড় ধস, চট্টগ্রামে ৪ মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jun 2022 09:15 AM BdST Updated: 19 Jun 2022 02:04 AM BdST
চট্টগ্রামে অবিরাম বৃষ্টিতে আলাদা দুটি স্থানে পাহাড় ধসে দুই ভাই এবং দুই বোনের মৃত্যু হয়েছে।
নগরীর আকবর শাহ থানার এক নম্বর ঝিল এবং বিজয় নগর এলাকায় শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নগরীর এমিউজমেন্ট পার্ক ফয়’স লেকের সি ওয়ার্ল্ডের পাশে এক নম্বর ঝিল পাড় এলাকার পাহাড় ধসে মারা যান দুই বোন- শাহীনুর আক্তার (২৬) ও মাইনুর আক্তার (২৪)।
এ ঘটনায় আহত হন একই ঘরে থাকা তাদের মা রানু বেগম (৬৫) ও বাবা ফজল হক (৭৫)। দুইজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
অপরদিকে সি ওয়ার্ল্ডের বিজয় নগর অংশে পাহাড় ধসের ঘটনায় দুই ভাই- মো. ইমন (১৪) ও মো. লিটন (২৩) নিহত হন। তাদের বাবার নাম মুজিবুর রহমান। তাদের বাড়ি পিরোজপুরের কাউখালী থানার দাশেরকাঠি এলাকায়।
এ পরিবারটি বন্দরনগরীর বিজয়নগর এলাকায় টিনশেড ঘরে ভাড়া থাকত।
আকবর শাহ থানার ওসি ওয়ালি উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক’দিনের টানা বৃষ্টির মধ্যে গভীর রাতে দুই জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
তিনি বলেন, “উভয় এলাকায় দুর্ঘটনা কবলিত ঘরগুলো পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। জেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।”
এখনো সেখানে ঝুঁকিপূর্ণভাবে অনেক বসতি রয়েছে জানিয়ে ওসি বলেন, “রাতেও ভারি বৃষ্টিপাত হতে পারে। সেখান এখনো যারা ঝুঁকি নিয়ে আছেন তাদের সরাতে চেষ্টা করছি।”
‘ঝুঁকিপূর্ণ পাহাড়ে উচ্ছেদ অভিযান’
অতিবৃষ্টিতে নগরীর আকবর শাহ থানার ঝিল পাড় ও বিজয়নগর এলাকায় আলাদা পাহাড় ধসে চারজনের মৃত্যুর ঘটনায় শনিবার দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান।
তিনি জানান, পাহাড়ে অবস্থানরতদের সরিয়ে নিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। এসময় ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালুতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে অনুরোধ করেন তিনি।
ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের জন্য নগরীতে ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলেন, “সেখানে পর্যাপ্ত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালুতে অবস্থিত অতি ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণের পাশাপাশি ওইসব এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হবে।”
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ, এনডিসি মো. তৌহিদুল ইসলাম, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা সেখানে উপস্থিত ছিলেন।
-
মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
-
বাকি ২১ খাল উদ্ধারে প্রকল্প চান চট্টগ্রামের মেয়র
-
৮০% ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটির বাজেট ঘোষণা
-
কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল
-
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’