চট্টগ্রামে ‘ঝগড়ার পর’ বৃদ্ধের মৃত্যু নিয়ে পরিবারের অভিযোগ

চট্টগ্রামে জমির বিরোধে ‘ঝগড়ার’ পর সত্তোরোর্ধ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2022, 02:43 PM
Updated : 17 June 2022, 02:43 PM

শুক্রবার দুপুরে বাঁশখালী উপজেলার উত্তর জলদী ৬ নম্বর ওয়ার্ডের রুদ্র পল্লীতে এ ঘটনা ঘটে।

মৃত কৃষ্ণ মোহন রুদ্রর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবারের সদস্যরা তাকে পিটিয়ে হত্যা করেছে অভিযোগ করলেও পুলিশ বলছে, মৃত্যুর কারণ ‘স্পষ্ট নয়’।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) এসএম আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষ্ণ মোহনের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে প্রতিবেশীদের বিরোধ ছিল। এ নিয়ে দুপুরে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এ সময় অসুস্থ হয়ে মারা যায় কৃষ্ণ মোহন।

পরিবারের লোকজন কৃষ্ণ মোহনকে ‘পিটিয়ে খুন করা হয়েছে’ বলে অভিযোগ করেছে জানিয়ে পুলিশ কর্মকর্তা আরিফ বলেন, “সুরতহালে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

তিনি বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।