কোভিড: চট্টগ্রাম জেলায় শনাক্তের হার ৫% ছাড়াল
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2022 08:14 PM BdST Updated: 17 Jun 2022 08:14 PM BdST
-
ফাইল ছবি
করোনভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে।
শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া প্রতিবেদন অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ৪৫৭ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দৈনিক শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ। যাদের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে তারা সবাই নগরীর বাসিন্দা।
এর আগে বৃহস্পতিবার জেলায় ১৬ জনের সংক্রমণ ধরা পড়েছিল, শনাক্তের হার ছিল ৩ দশমিক ০৮ শতাংশ।
মার্চের শেষ সপ্তাহে বন্দরনগরী চট্টগ্রামে করোনভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা শূন্যের ঘরে নেমে এসেছিল। পরের দুই মাসে নতুন কেউ আক্রান্ত হননি।
৩০ মে থেকে আবার দুয়েকজন করে কোভিড রোগী শনাক্ত হতে থাকে মাঝেমধ্যে। এরপর ১৩ জুন থেকে নিয়মিত শনাক্ত রোগী বাড়ছে।
চট্টগ্রামে শূন্য থেকে ফের বাড়ছে কোভিড শনাক্ত রোগী
কোভিড: কিছু বিধিনিষেধ ফেরানোর পরামর্শ কারিগরি কমিটির
চট্টগ্রামে প্রতি পাঁচ জনের কোভিড পরীক্ষায় ২ জনই রোগী
চট্টগ্রামে ১০ দিনে সাড়ে ৬ হাজার কোভিড রোগী শনাক্ত
কোভিড: চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্তের হার ৩৮%
কোভিড: সচেতনতা কম, বাড়ছে সংক্রমণ
স্বাস্থ্য বিভাগ বলছে, বন্দরনগরীতে এখন ঘরে ঘরে ভাইরাস জ্বরে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। তাই লক্ষণ দেখা গেলে নমুনা পরীক্ষা করানো উচিত।
মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ লাখ ২৬ হাজার ৭১৫ জনের কোভিড শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৯২ হাজার ১৭২ জন নগরীর বাসিন্দা।
এ পর্যন্ত করোনাভাইরাসে চট্টগ্রাম জেলায় ১৩২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৩৪ জন নগরীর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
-
মাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
-
বাকি ২১ খাল উদ্ধারে প্রকল্প চান চট্টগ্রামের মেয়র
-
৮০% ব্যয় বাড়িয়ে চট্টগ্রাম সিটির বাজেট ঘোষণা
-
কোভিড: চট্টগ্রামে দৈনিক শনাক্ত ১৫% ছাড়াল
-
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে প্রকৌশলীর মৃত্যু
-
পদ্মা সেতুর উদ্বোধনে উৎসবমুখর চট্টগ্রাম
-
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় নিহত ১
-
সীতাকুণ্ডে আরও ১৬০০ খালি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার ৩
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- ৩ সেতুতে টোল দিয়ে ৪ ঘণ্টায় বরিশাল