চট্টগ্রাম বন্দরের বহরে আরও ২ টাগবোট

চট্টগ্রাম বন্দরের বহরে যুক্ত হয়েছে আরও দুটি শক্তিশালী টাগবোট।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 June 2022, 04:16 PM
Updated : 16 June 2022, 04:16 PM

বন্দরের জেটিতে নিরাপদে বাণিজ্যিক জাহাজ ভেড়ানো এবং প্রস্থানকালীন সময়ে নতুন যুক্ত হওয়া টাগবোট দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

টাগবোট দুটি নির্মাণ করা হয়েছে চীনের চিয়ই লি শিপইয়ার্ডে। নতুন যুক্ত হওয়া দুটিসহ বন্দরের টাগবোটের সংখ্যা দাঁড়াল ১০।

বৃহস্পতিবার বিকালে নতুন যুক্ত হওয়া টাগবোট দুটি বন্দর জেটিতে ভেড়ে। এসময় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, নির্মাণকারী প্রতিষ্ঠানের দেশীয় এজেন্ট ই-ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, বন্দর সদস্য (প্রশাসন) মো. জাফর আলমসহ উর্ধতন কর্মকর্তারা।

বন্দরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েক বছরে চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়ার সংখ্যা বেড়েছে। বাড়ানো হয়েছে বন্দরের সীমা। বাণিজ্যিক জাহাজ ভেড়ানো এবং বের হওয়ার জন্য টাগবোটের প্রয়োজনীয়তা রয়েছে। সেকারণে আধুনিক প্রযুক্তির টাগবোট দুটি কেনা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টাগবোট দুটির প্রত্যেকটির ক্ষমতা ৭৫ টন বোলার্ড পুল। এগুলো একই স্থানে ৩৬০ ডিগ্রি ঘুরে যেতে সক্ষম। একারণে টাগগুলো অধিক দক্ষতার সাথে বড় বাণিজ্যিক জাহাজসমূহকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারবে। টাগগুলোতে দুটি শক্তিশালী ৩১৫১ বিএইচপি ক্ষমতাসম্পন্ন ইঞ্জিন, অগ্নি নির্বাপণ যন্ত্র রয়েছে, যার মাধ্যমে প্রায়  ১২০ মিটার দূর থেকেও দক্ষতার সাথে পানি এবং ফোমের মাধ্যমে যেকোনো আগুন নেভানো যাবে।

নদীতে তেলে দূষণ হলেও বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ছিটিয়ে দূষণ মোকাবেলায় কাজ করতে সক্ষম টাগবোট দুটি। জ্বালানি ধারণ ক্ষমতা অনুযায়ী টাগবোট দুটি সমুদ্রে একটানা এক মাস চলতে সক্ষম।

বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ এবং কন্টেইনারে পণ্য পরিবহনে ৯৮ শতাংশ এ বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়।