ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 May 2022 05:21 PM BdST Updated: 27 May 2022 07:58 PM BdST
-
(ফাইল ছবি)
চট্টগ্রাম মহানগর পুলিশে ডগ স্কোয়াড গঠনের জন্য নেদারল্যান্ডসে প্রশিক্ষণ নিতে গিয়ে আর দেশে ফেরেননি দুই পুলিশ কনস্টেবল।
চট্টগ্রামের পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যে আটজনকে প্রশিক্ষণে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে ছয়জন মঙ্গলবার দেশে ফিরলেও দুজন আসেননি।
এই দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল মো. শাহ আলম এবং কনস্টেবল রাসেল চন্দ্র দে। ফিরতি ফ্লাইটের আগের দিন তারা হোটেল থেকে বেরিয়েছিলেন। সঙ্গীরা তাদের আর কোনো খোঁজ পাননি।
পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, “তাদের বিষয়ে পুলিশ সদর দপ্তরে ‘মিসিং রিপোর্ট’ করা হয়েছে।”
ডগ স্কোয়াড গঠনের জন্য গত বছরের মাঝামাঝি সময়ে পুলিশ সদর দপ্তরে একটি প্রস্তাব পাঠায় চট্টগ্রাম নগর পুলিশ। স্কোয়াডে দুই প্রজাতির বেশ কিছু কুকুর রাখার কথা বলা হয় সেখানে।
কুকুর সরবরাহ এবং প্রশিক্ষণের দায়িত্ব পায় মেসার্স রিফা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদার কোম্পানি। সে অনুযায়ী ‘ম্যানেজমেন্ট, হ্যান্ডলিং অ্যান্ড ট্রেইনিং অব ডগ’ বিষয়ে প্রশিক্ষণ নিতে গত ৯ মে আট সদস্যের প্রতিনিধি দলটি নেদারল্যান্ডসে যায়।
চট্টগ্রামের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে ওই দলে ছিলেন একজন এসআই (সশস্ত্র), একজন নায়েক এবং পাঁচজন কনস্টেবল।
পুলিশ কমিশনার তানভীর বলেন, “শাহ আলম ও রাসেল আট দিনের ওই প্রশিক্ষণ শেষ করেন। কিন্তু দেশে ফেরার আগের দিন তারা দুজন হোটেল থেকে বের হয়ে যান। পরে আর ফেরেননি।”
ইতোমধ্যে তাদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে জানিয়ে চট্টগ্রামের পুলিশ প্রধান বলেন, “পুলিশ সদর দপ্তর ও দূতাবাসের মাধ্যমে কী প্রতিবেদন আসে সেটি দেখা যাক। আর তারা দেশে ফিরলে তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সফরকারী দলে থাকা সহকারী কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
-
বাবুল-মিতুর ছেলে-মেয়েকে পিবিআইর জিজ্ঞাসাবাদ
-
কোভিড: চট্টগ্রাম জেলায় দৈনিক শনাক্ত বেড়ে ৯৩
-
চট্টগ্রামে কালোবাজারে ট্রেনের টিকেট, গ্রেপ্তার ২
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চট্টগ্রামে কাউন্সিলরের বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং
- বিমানের দুই বোয়িংয়ের আবার ঠোকাঠুকি
- মেডেন উইকেটের পর যে কারণে বোলিং পেলেন না মোসাদ্দেক
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার