আইপিএল নিয়ে পিটিয়ে হত্যা: কক্সবাজার-নোয়াখালী থেকে গ্রেপ্তার ২

চট্টগ্রামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা দেখা নিয়ে বিতণ্ডার জেরে যুবক হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2022, 03:49 PM
Updated : 23 May 2022, 03:49 PM

সোমবার কক্সবাজারের চকরিয়া এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

গ্রেপ্তার দুজন হলেন- প্রধান আসামি ফয়সাল (২২) ও তিন নম্বর আসামি ফরহাদ (২১)।

র‌্যাব কর্মকর্তা মাহফুজ জানান, গত ৫ এপ্রিল রাতে হত্যাকাণ্ডের পর থেকে দুজন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বেতুয়া থেকে ফরহাদকে এবং নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়।

গত ৫ মে রাতে হাটহাজারী উপজেলার আমানবাজারের নাজিম কলোনীতে স্থানীয় চায়ের দোকানে বসে আইপিএল’র খেলা দেখছিলেন ফারুক নামে এক যুবক। দুই দলের সমর্থন নিয়ে তার সঙ্গে একজনের বিতণ্ডা হয়। এ সময় তারা পিটিয়ে ফারুককে জখম করে। ফারুককে বাঁচাতে গিয়ে আহত হয় তার বোন জেসমিন।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মারা যান। এ ঘটনায় ফারুকের মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে হাটহাজারী থানায় মামলা করে।

আর ঘটনার পরপর মঈনুদ্দীন চিশতী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যাকে এ মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে।