আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2022 12:23 PM BdST Updated: 29 May 2022 08:01 PM BdST
-
অবৈধ সম্পদের মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
-
আদালকে প্রদীপ কুমার দাশ
-
টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি কারণ অবৈধ সম্পদের মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।
সোমবার তিনি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী এতদিন পলাতক ছিলেন।
দুদকের করা এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিচার শুরুর আদেশ দেয় আদালত।
সোমবার তদন্ত কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষে মোট ২৪ জনের সাক্ষ্যগ্রহণ হল বলে দুদকের পিপি মাহমুদুল হক জানান।
তিনি বলেন, তদন্ত কর্মকর্তাই ছিলেন রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী। আগামী ২৯ মে আসামিপক্ষ তাকে জেরা করবেন। এরপর সাক্ষ্যগ্রহণ পর্ব সমাপ্ত হবে। তারপর যুক্তিতর্ক শুনানি শেষ মামলাটি রায়ের পর্যায়ে যাবে।
এদিন শুনানির আগে প্রদীপকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে স্বামী ও স্ত্রী দুজনকেই পাঠানো হয় কারাগারে।
বেলা ১২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ চলাকালে স্ত্রীর সাথে প্রদীপকে একাধিকবার কথা বলতে দেখা যায়। এ সময় দুজনই বিমর্ষ ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, “জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব। চুমকি কারণ দেশেই ছিলেন। দেশে ছিলেন বলেই আজ আত্মসমর্পণ করেছেন।”

আদালকে প্রদীপ কুমার দাশ
ওই বছর ২৩ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে প্রদীপ ও চুমকির বিরুদ্ধে মামলা করেন।
তিন কোটি ৯৫ লাখ পাঁচ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
‘ঘুষ-দুর্নীতির’ অর্থে কীভাবে প্রদীপ তার স্ত্রীর নামে বিভিন্ন সম্পদ গড়েছেন, তার বিবরণ দেওয়া হয় মামলার এজাহারে। বলা হয়, প্রদীপ তার স্ত্রীকে কমিশন ব্যবসায়ী ও মৎস্য ব্যবসায়ী সাজিয়ে ‘অবৈধ সম্পদ বৈধ’ করার চেষ্টা করেছেন।
দুদকের অভিযোগ, প্রদীপ ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে অর্জিত অর্থ গোপন করার জন্য চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় ছয়তলা বাড়ি করেন তার শ্বশুরের নামে। পরে তার শ্বশুর ওই বাড়ি তার মেয়ে চুমকিকে দান করেছেন বলে দেখানো হয়।
আয়কর রিটার্নে চুমকি কারণের কমিশন ব্যবসা এবং বোয়ালখালী উপজেলায় ১০ বছরের জন্য লিজ নেওয়া পাঁচটি পুকুরে মাছের ব্যবসার যে আয় দেখানো হয়েছে, তাও স্বামী প্রদীপ দাশের ‘জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনের পর স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের উদ্দেশ্যে দেখানো ভুয়া ব্যবসা’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
দুদকের আইনজীবী মাহমুদুল বলেন, "মাছ চাষের ব্যবসার যে হিসেব দেখানো হয়েছে, বাস্তবে তার অস্তিত্ব নেই বলে দুদকের তদন্তে উঠে এসেছে।"

অভিযোগপত্রে প্রদীপের যেসব সম্পদের উল্লেখ করা হয়েছে সেগুলো হল- নগরীর পাথরঘাটায় একটি ছয়তলা বাড়ি, ষোলশহরে সেমিপাকা ঘর, ৪৫ ভরি সোনার গয়না, একটি করে কার ও মাইক্রোবাস এবং কক্সবাজারে ফ্ল্যাট।
গত ১৫ ডিসেম্বরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। চুমকিকে গ্রেপ্তারে সেদিন পরোয়ানা জারি করা হয়।
চুমকির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি। সাক্ষ্যগ্রহণ শুরুর তিন মাসের বেশি সময় পর আদালতে আত্মসমর্পণ করলেন তিনি।
সিনহা হত্যা মামলার রায়ে প্রদীপ কুমার দাশের সঙ্গে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীকেও মৃত্যুদণ্ড দিয়েছে কক্সবাজার জেলা আদালত।
-
কোভিড: বুস্টারে আগ্রহ নেই, সংক্রমণ বাড়ায় শঙ্কা
-
বিবৃতির পর এবার মানববন্ধনে চবি শিক্ষকরা
-
শিক্ষক হত্যা-হেনস্তার প্রতিবাদ চট্টগ্রামে
-
ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার, রোহিঙ্গা বলে সন্দেহ
-
চট্টগ্রামে শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার
-
চট্টগ্রামে তিন দিনে টিসিবির পণ্য পেল সাড়ে ৪৭ হাজার পরিবার
-
চট্টগ্রামে কোভিড শনাক্ত বাড়ছেই
-
অবৈধভাবে সরকার নামাতে চাইলে জনগণ জবাব দেবে: হানিফ
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- হারুনকে সংসদে ‘বাধা দেবেন’ রাঙ্গাঁ
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও