পুলিশের কবজি কাটা কবিরকে গ্রেপ্তার করা হয় গোলাগুলির পর: র্যাব
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2022 03:26 PM BdST Updated: 20 May 2022 03:26 PM BdST
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দায়ের কোপে পুলিশ সদস্যের কবজি বিচ্ছিন্ন করা মো. কবিরকে ‘গোলাগুলির পর’ গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে র্যাব বলছে, তিনি তার এলাকার ‘চিহ্নিত একজন সন্ত্রাসী ও মাদক চোরাকারবারী’।
গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তারের পর শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, “কবিরের বিরুদ্ধে তার এলাকায় জমি দখল, মারামারিসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা আছে। জিজ্ঞাসাবাদে সে পুলিশের ওপর হামলার ঘটনা স্বীকারও করেছেন।”
র্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার রাতে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার পাহাড়ী এলাকায় দুই পক্ষের গুলিবিনিময়ের পর কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয়। এ সময় কফিল নামে তার এক সহযোগীকেও গ্রেপ্তার করে র্যাব।
এ ছাড়া গ্রেপ্তার অভিযানে পুলিশের উপর হামলায় ব্যবহৃত দা, একটি ওয়ান শ্যুটার গান, তিন রাউন্ড গুলি, তিনটি খোসা, দুইটি হাসুয়া, একটি ছুরি ও ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান মঈন।
কবিরের বাড়ি লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকায়। গত ১৫ মে সকালে এক মামলায় তাকে ধরতে বাদীকে নিয়ে অভিযানে যায় পুলিশ। কবির তখন দা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।
তার দায়ের কোপে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বাদী এবং অন্য এক কনস্টেবল আহত হন।
এ ঘটনায় পুলিশ বাদি হয়ে একটি মামলা করে এবং ঘটনার দিন রাতেই বান্দরবানের লামা উপজেলার পাহাড়ী এলাকা থেকে তার স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করে লোহাগাড়া থানা পুলিশ।

তিনি বলেন, ঘটনার পরই পালিয়ে বান্দরবানের পাহাড়ি এলাকায় আত্মগোপন ছিলেন কবির। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি টের পেয়ে সেখান থেকে পুনরায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার পাহাড়ী এলাকায় আশ্রয় নিয়েছিলেন, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, কবিরকে গ্রেপ্তারে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৭ এর সদস্যরা ওই পাহাড়ি এলাকায় অভিযান চালায়।
“সেখানে দুই পক্ষের গুলিবিনিময়ের পর গুলিবিদ্ধ অবস্থায় কবির এবং তার অপর এক সহযোগী কফিল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।”
উদ্ধার করা অস্ত্রের মধ্যে যে দা পাওয়া গেছে, সেটি পুলিশ কনস্টেবল জনিকে হামলায় ব্যবহার করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে জানানা হয়।
কবিরের বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে তিনটি মামলা করার প্রক্রিয়া চলছে জানিয়ে মঈন বলেন, “কবিরের সঙ্গে গ্রেপ্তার কফিল তার প্রশ্রয়দাতা এবং মাদক কারবারী।”
তাদের জ্ঞিাসাবাদের বরাতে র্যাবের মুখপাত্র বলেন, মিয়ানমার থেকে ইয়াবা এনে কফিল চট্টগ্রামে বিক্রি করতেন এবং তার বিরুদ্ধেও মাদক, মারামারি ও হত্যাচেষ্টাসহ ছয়টি মামলা আছে।
আরও খবর:
পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র্যাবের হাতে গ্রেপ্তার
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চট্টগ্রামে কাউন্সিলরের বাড়ি থেকে পুত্রবধূর লাশ উদ্ধার
-
চাহিদায় ঘাটতি দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে নর্দমা থেকে লরি চালকের লাশ উদ্ধার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
-
‘সংরক্ষণের খরচ বাড়ছে, কিন্তু চামড়ার দাম বাড়ছে না’
-
১৩ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় পিবিআইয়ের জালে শওকত
-
চবিতে ভর্তি আবেদনের সময় বাড়ল ৫ দিন
-
চট্টগ্রামে স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় কাউন্সিলরপুত্র গ্রেপ্তার
-
চাহিদায় ঘাটতি: কোরবানির আগে পাইকারিতে দাম কমাচ্ছে মসলার
-
চট্টগ্রামে শিক্ষক হেনস্তার প্রতিবাদে সমাবেশ
সর্বাধিক পঠিত
- নাম বিভ্রাটে ছেড়ে দিয়ে বিয়ের আসর থেকে ফের গ্রেপ্তার
- লড়াই করার তাড়নাই দেখাল না বাংলাদেশ
- এনামুলকে মনে ধরেছে ডমিঙ্গোর, তবে…
- ঈদযাত্রায় মহাসড়কে বাইক বন্ধ: বাইকারদের সন্দেহে বাস মালিকরা
- ৩০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সেতু ভ্রমণের অভিজ্ঞতা
- রেকর্ড হারানো লারা অভিনন্দন জানালেন বুমরাহকে
- গ্রামীণ টেলিকমকর্মীদের আইনজীবী বললেন, অর্থ পেয়েছি ফি হিসেবে
- এলোমেলো বোলিং, দিশাহীন ব্যাটিংয়ে বাংলাদেশের বড় হার
- নিখোঁজ হিলালীকে পাওয়া গেল সাভারে
- ‘গ্যাস সঙ্কটের’ আঁচ বিদ্যুতে, বাড়ছে লোডশেডিং