পুলিশের কবজি কেটে নেওয়া লোহাগাড়ার কবির র‌্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গ্রেপ্তার এড়াতে দায়ের কোপে পুলিশের কবজি বিচ্ছিন্ন করা মো. কবিরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2022, 06:33 PM
Updated : 20 May 2022, 05:44 AM

বৃহস্পতিবার রাতে র‌্যাব-৭ এর এক বার্তায় জানানো হয়, লোহাগাড়া উপজেলার পাহাড়ি এলাকায় তাদের অভিযানে গুলিবিদ্ধ হন কবির। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

গত ১৫ মে সকালে লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের লালারখিল এলাকার মো. কবির নামে ওই আসামিকে ধরতে বাদীকে নিয়ে অভিযানে যায় পুলিশ। কবির তখন দা নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা করেন।

তার দায়ের কোপে লোহাগাড়া থানার কনস্টেবল মো. জনির বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বাদী এবং অন্য এক কনস্টেবল আহত হন। উন্নত চিকিৎসার জন্য জনিকে পরে ঢাকায় পাঠানো হয়।

ওই ঘটনায় পুলিশের করা মামলায় বান্দরবানের লামা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে কবিরের স্ত্রী রুবি আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।